মোঃ মেরাজ আলী,চাঁপাইনবাবগঞ্জঃগত ৫ নভেম্বর মরিশাসে ৫২ বাংলাদেশিকে বহনকারী একটি বাস দুর্ঘটনার কবলে পড়ে। তাতে চার প্রবাসী নিহত হয়েছেন এবং অনেকেই আহত হয়েছেন। এ ঘটনায় নিহতরা হলেন- আব্দুর রাজ্জাক, সঞ্জয় দাস, রকিব মোল্লা এবং ফারুক ইসলাম।
নিহতদের মধ্যে আব্দুর রাজ্জাক হলেন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের মোঃ বেলাল উদ্দীনের ছেলে।
আজ সোমবার ২৩ নভেম্বর রাত সাতটার দিকে নিহত ব্যক্তির লাশ স্বজনদেন নিকট পাঠানো হয়েছে। নিহতের জানাযার নামায ও দাফন রাত আটটার দিকে সম্পন্ন হবে বলে স্বজনেরা জানান।