1. shahalom.socio@gmail.com : admin :
  2. nagorikit@gmail.com : ভোলাহাটচিত্র : ভোলাহাটচিত্র
  3. bholahatchitro@gmail.com : ভোলাহাটচিত্র : ভোলাহাটচিত্র
আজ সোমবার, ১৪ জুন ২০২১, ০৫:৩৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
সামাজিক দূরত্ব বজায় রাখুন, বিনা প্রয়োজনে বাইরে বের হওয়া থেকে বিরত থাকুন।

শ্রেষ্ঠ সম্মাননা পেলেন রাজ কর্মকর্তা সুমন

  • আপডেট করা হয়েছে বৃহস্পতিবার, ২১ জানুয়ারী, ২০২১
  • ৬৬২ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ঃ সুমন রেজা। উচ্চ শিক্ষা অর্জন করে সময় অপচয় না করে কর্মসংস্থানের জন্য স্থানীয় এনজিও সংস্থা রাজ ডেভেলপমেন্ট সোসাইটিতে যোগদান করেন। ভোলাহাট বারইপাড়া গ্রামের উচ্চ শিক্ষিত ভদ্র নম্র কর্মক্ষম সুমন রেজা এ সংস্থায় যোগদান করেন ২০১৮ সালের নভেম্বরের ১ তারিখ শাখা ব্যবস্থাপক হিসেবে। উপজেলার ছাইতনতলা শাখায় দক্ষতার সাথে কার্যক্রম চালিয়ে যেতে থাকেন। বিনয়ী ভদ্র কর্মক্ষম উদিয়মান সুমন সকলের সাথে আন্তরিক ভালবাসা দিয়ে সংস্থার উন্নয়নে চমক সৃষ্টি করেন। বছর আসতে না আসতেই কাজের মাধ্যমে সামাজিক মর্যাদা ও সংস্থার উন্নয়নে মন জয় করে নেন সংস্থার উর্ধ্বতনদের । দক্ষ কর্মকর্তা হিসেবে ৭টি শাখা অফিসের দায়িত্ব দেয়া হয়। পদন্নোতি দিয়ে এরিয়া ম্যানেজারের দায়িত্ব প্রদান করা হয়। বিরামহীন কাজ যেন তাড়িয়ে নিয়ে যায় সুমনকে। ৭টি শাখা অফিসকে সুষ্ঠ ভাবে পরিচালনা করতে বিরামহীন ছুটে বেড়ান দিনরাত সমানে। তার কর্মদক্ষতা রাজ ডেভেলপমেন্ট সোসাইটিকে উন্নয়নের সম্মানজনক স্থানে নিয়ে যান। তার কর্মদক্ষতা ভদ্রতা নম্রতায় রাজের উন্নয়ন সম্মান বৃদ্ধি হওয়ায় সকল এরিয়া ম্যানেজারদের মধ্য থেকে একজন সফল ও শ্রেষ্ঠ এরিয়া ম্যানেজার হিসেবে রাজ ডেভেলপমেন্ট সোসাইটির নির্বাহী পরিচালক শামীম রানা আনুষ্ঠানিক ভাবে ২ জানুয়ারি রাজ প্রধান কার্যালয়ে সুমন রেজাকে সম্মাননাপত্র ও সম্মাননা ক্রেস্ট তুলে দেন। সম্মাননাপত্র ও সম্মাননা ক্রেস্ট পেয়ে সুমন রেজা তার প্রতিক্রিয়ায় জানান, রাজ নির্বাহী পরিচালক শামীম রানা তার কাজের দক্ষতা বিবেচনা করে যে সম্মাননা দিয়েছেন তার সম্মান জীবনের মূল্য দিয়ে হলেও রেখে যাবেন। আগামীতে আরো ভালো কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
ডিজাইনঃ নাগরিক আইটি (Nagorikit.com)