রুবেল ইসলাম,শিবগঞ্জঃ“মুজিব বর্ষের আহবান, লাগাই গাছ বাড়াই বন’’ এই প্রতিপাদ্যে- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে আনসার ও ভিডিপি সদস্যদের মাঝে বৃক্ষের চারা বিতরণ করা হয়েছে। ১৯ জুলাই রোববার দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজানে উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয় চত্বরে এসব বৃক্ষের চারা বিতরণ করেন স্থানীয় সংসদ সদস্য ডাঃ সামিল উদ্দিন আহমেদ শিমুল। এ সময় সংসদ সদস্যের ঐচ্ছিক তহবিল হতে শিবগঞ্জ প্রেসক্লাব, শিবগঞ্জ উপজেলা প্রেসক্লাব ও শিবগঞ্জ প্রবীণ হিতৈসী সংঘকে অনুদানের এককালিন ৩ লাখ টাকার চেক তুলে দেন ডা. শিমুল। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে করোনা টেস্ট করার জন্য ডক্টরস সেফটি চেম্বার উদ্বোধন করেন তিনি। উপজেলা নির্বাহী অফিসার সাকিব-আল-রাব্বির সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী আরিফুল ইসলাম, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা ইমরান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গোলাম কিবরিয়া, শিবগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আব্দুল মজিদ, সাধারণ সম্পাদক কামাল হোসেন, সিনিয়র সাংবাদিক আহসান হাবীব, সাংবাদিক তারেক রহমানসহ অন্যরা।