স্টাফ রিপোর্টার মেরাজ আলীঃচাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার জামতলা ব্রীজ সংলগ্ন মেসার্স মৰ্জন ফার্মেসী এন্ড ট্রিটমেট কর্ণারের সামনে থেকে ১ টি বিদেশী পিস্তল , ১ টি ওয়ান শুটার গান , ২ টি ম্যাগজিন ও ৬ রাউন্ড পিস্তলের গুলিসহ ১ জন শীর্ষ অস্ত্র ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব-৫ ।
গ্রেপ্তারকৃত ব্যক্তি হলেন শিবগঞ্জ উপজেলার গুপ্তমানিক ধাইনগর ১৪ নং ওয়ার্ডের সাহিদা বেগম ও মােঃ রবিউল ইসলামের ছেলে নাঈম আলী ( ১৯ ) । জানা গেছে , বুধবার রাত সাড়ে ৯ টার দিকে জামতলা এলাকায় এক যুবকের উপস্থিতি ও গতিবিধি সন্দেহজনক মনে হলে র্যাব তাকে চ্যালেঞ্জ করে । পরে তল্লাশী চালিয়ে অস্ত্র গুলি উদ্ধার করা হয় ।
র্যাব-৫ এর প্রাথমিক জিজ্ঞাসাবাদে নাঈম অস্ত্র ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেন । এ ঘটনায় শিবগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে ।