স্টাফ রিপোর্টার ঃচাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বজ্রপাতে সেরাজুল ইসলাম নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।বৃহস্পতিবার সন্ধ্যায় পদ্মা নদীর ১নং বাঁধের নিকট গরু চড়াতে গিয়ে এ ঘটনা ঘটে।মৃত ব্যক্তি উপজেলার পাঁকা ইউনিয়নের বাবুপুর গ্রামের মৃত শামসুদ্দিন এর ছেলে।বিষয়টি নিশ্চিত করে শিবগঞ্জ উপজেলা ত্রাণ ও দূর্যোগ কর্মকর্তা আরিফুল ইসলাম জানান,স্থানীয়ভাবে নিহতের খবর পাওয়া গেছে। নিহতের পরিবারকে আর্থিকভাবে সহযোগিতা করা হবে বলে জানান।