স্টাফ রিপোর্টার, শিবগঞ্জ ঃশিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের বড় টাপ্পু গ্রামে তোজাম্মেল হক অরফে সানোয়ার হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে রবিবার বিকাল ৩টার দিকে এলাকাবাসীর আয়োজনে ঘণ্টাব্যাপী মানববন্ধনে ৫ শতাধিক গ্রামবাসি অংশগ্রহণ করে।
তোজাম্মেল হক সানোয়ার কে নির্মম ভাবে হত্যা করেছে। আসামিদের গ্রেফতার ও বিচারের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবি করে
নিহতের পরিবারের নিরাপত্তার জন্য প্রধানমন্ত্রীর কাছে আকুতি জানিয়েছে স্থানীয়রা।
মানববন্ধনে নিহত সানোয়ারের বড় ভাই বলেন, আমি নিজে আমার ভাইকে হত্যা করতে দেখেছি হত্যাকারীদের যাতে সঠিক বিচার হয় এবং আসামিদের সর্বোচ্চ শাস্তি ফাঁসি দেয়া হয়।
নিহত সানোয়ারের স্ত্রী মানববন্ধনে বলেন ,আমার দুইটা মাসুম বাচ্চা আজ পিতৃহারা আর এরকম যাতে কেউ পিতৃহারা না হয়। তিনি আরো বলেন, আমার স্বামী সানোয়ারকে প্রকাশ্যে নির্মম ভাবে হত্যা করেছে এর সর্বোচ্চ শাস্তি ফাঁসি দাবি করছি প্রধানমন্ত্রীর কাছে । আমার একটাই দাবি আমার স্বামীর হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তি ফাঁসি চাই
এ সময় তিনি কান্নায় ভেঙ্গে পড়ে।