স্টাফ রিপোর্টার, গোমস্তাপুরঃচাঁপাইনবাবগঞ্জের রহনপুর পৌরসভার চুক্তিভিত্তিক (অনিয়মিত) ৩১ জন কর্মচারীকে অব্যাহতি দেয়া হয়েছে। রহনপুর পৌরসভার মেয়র মতিউর রহমান খান বৃহস্পতিবার তাদের এ অব্যাহতি প্রদান করেন। বিষয়টি নিশ্চিত করে পৌর সচিব খাইরুল হক জানান, এ বিষয়ে রোববার অফিস আদেশ দেয়া হবে।
রহনপুর পৌরসভার মেয়র মতিউর রহমান খান জানান, সাবেক কয়েকজন মেয়রের আমলে অবৈধভাবে রহনপুর পৌরসভায় ৩১ জন কর্মচারী নিয়োগ করা হয়। এসব কর্মচারী কোনো কাজ না করে শুধু অফিসে এসে হাজিরা খাতায় স্বাক্ষর দিয়ে প্রতি মাসে আনুমানিক আড়াই লাখ টাকা উত্তোলন করত। বর্তমানে পৌরসভার আর্থিক দুরাবস্থার কারণে তাদের কাজে রাখা সম্ভব হচ্ছে না। তবে ভবিষ্যতে পৌরসভায় কোন নিয়োগ দেওয়া হলে তাদের অগ্রাধিকার দেওয়া হবে বলে উল্লেখ করেন তিনি। উল্লেখ্য কাজ না করেই রহনপুর পৌরসভার কর্মচারীরা বেতন খাচ্ছে এ বিষয়ে ২৬ মার্চ সাপ্তাহিক ভোলাহাট সংবাদে সংবাদ প্রকাশিত হয়েছিল।