রহনপুরে পানির ট্যাংক নির্মাণে রডের বদলে বাঁশ ব্যবহার করা হয়েছে
আপডেট করা হয়েছে
রবিবার, ২২ নভেম্বর, ২০২০
২৪৭
বার পড়া হয়েছে
ব্যুরো প্রধান,গোমস্তাপুরঃরহনপুর পৌরসভা নবনির্মিত ভবনের পানির সেফটি ট্যাংক ঢাকনার নীচে রডের বদলে বাঁশ এর বাতির ব্যবহার লক্ষ্য করা গেছে।রোববার নবনির্মিত ভবনের পূর্ব দক্ষিণ পাশে তৈরি করা সেফটি ট্যাঙ্কের ঢাকনার নিচে রডের বদলে বাঁশ ব্যবহার পাওয়া গেছে বিষয়টি পৌর কাউন্সিলর ও কর্মচারীসহ উপস্থিত জনসাধারণের চোখে আসলে সেখানে উপস্থিত জনপ্রতিনিধিরা সেপ্টিট্যাংক খুলতেই দেখতে পায় ঢাকনা লাগাতে সেখানে বাঁশ ব্যবহার করা হয়।
এ বিষয়ে রহনপুর পৌর মেয়র তারিক আহমদ এর কাছে জানতে চাইলে তিনি বলেন, তার অজান্তে ও সংশ্লিষ্ট ঠিকাদারের বিষয়টি না জানিয়ে এমনটি করেছে। তাই এ বিষয়ে খুব শীঘ্রই ব্যবস্থা গ্রহণ করা হবে।