স্টাফ রিপোর্টার, গোমাস্তাপুরঃ গোমাস্তাপুর উপজেলার রহনপুরে ৬ ডিসেম্বর রবিবার সকাল সাড়ে ৯ টার দিকে আল-মদিনা ক্লিনিক ভাংচুর করা হয়। উপজেলার মকরমপুর গ্রাসের রোগী আলহাজ্ব গিয়াস উদ্দীন পাইলসের অপারেশন করার জন্য আল-মদিনা ক্লিনিক গেল ম্যানেজার ২০ হাজার টাকা দাবী করেন। কিন্তু রোগী পক্ষে ১৫ হাজার টাকা দেয়ার জন্য রাজি হয়। ক্লিনিক কর্তৃপক্ষ এ টাকায় হবেনা বলে অস্বীকৃতি জানায়। রোগীর আত্মীয় রহনপুর পৌর আওয়ামীলীগের সভাপতি আব্দুল আজিজের বড় ছেলে জুবায়েরকে খবর দিলে ঘটনাস্থলে জুবায়ের এসে মিটমাট করার চেষ্টা করেন। এক পর্যায়ে উভয়ের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। এসময় জুবায়ের ক্ষীপ্ত হয়ে ক্লিনিকের সামনের কাঁচ ও চেয়ার ভাংচুর করেন। সত্যতা যাঁচায়ের জন্য আল-মদীনা ক্লিনিকের ম্যানেজারকে ফোন করা হলে তিনি বলেন , আমি এখন ব্যাস্ত আছি কিছুই বলতে পারবোনা বলে ফোন কেটে দেন। পরে আবারো কয়েক দফায় ফোন দেয়া হলে তিনি ফোনটি রিসিভ না করে কেটে দেন।পরবর্তীতে ক্লিনিকের নার্স হামিদা খাতুনকে ফোন করা হলে তিনি বলেন, জুবায়ের কোন কথা না বলেই ক্লিনিকে এসে ভাংচুর করেন। গোমাস্তাপুর থানার অফিসার ইনচার্জ দীলিপ কুমার দাসের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, রোগীর কাছে ক্লিনিক ২০ হাজার টাকা দাবী করেন এবং রোগীর লোকজন ১৫ হাজার টাকা দিতে চায়। এক পর্যায়ে উভয়ের মধ্যে কথা কাঁটাকাঁটি শুরু হয়।এসময় জুবায়ের রাগের মাথায় ক্লিনিকের সামনের কাঁচ ও চেয়ার ভাঙচুর করেন। এ ব্যাপারে ক্লিনিক কর্তৃপক্ষ গোমাস্তাপুর থানায় একটা অভিযোগ দায়ের করেছেন। ওসি দীলিপ কুমার আরো বলেন, আমি এর ব্যবস্হা নিব।