মোঃ আব্দুর রহিম,গোমস্তাপুর ঃগোমস্তাপুরের চৌডালা ইউনিয়নের চৌডালা ফুটবল মাঠ এলাকার বাসিন্দা মো: সাখাওয়াত হোসেনের ছেলে সানুয়ার হোসেন (৩২) নামের এক যুবক মহানন্দা নদীতে গোসল করতে নেমে ডুবে মৃত্যু হয়েছে।
বুধবার ( ২২ শে জুন ) নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ হলে অনেক খুঁজাখুঁজির পর না পেলে ২৩ জুন বৃহস্পতিবার
দুপুর প্রায় ২টার দিকে গোমস্তাপুর ফায়ার সার্ভিস এসে ঐ ইউনিয়নের বালুটুঙ্গী ঘাট হতে তার মৃত্যুদেহ উদ্ধার করে।পারিবারিক সুত্রে জানা যায়, মৃত্যু ব্যক্তি দীর্ঘদিন ধরে মৃগী রোগে ভূগছিলেন। ধারনা করা হচ্ছে সে নদীতে গোসল করতে নামলে এই রোগের উৎপত্তি হয়ে পানিতে ডুবে মারা যায়।