স্টাফ রিপোর্টার গোমস্তাপুর:”মাদক ছেড়ে খেলা ধরি সোনার বাংলা দেশ গড়ি”শিবগঞ্জ উপজেলার পির গাচ্ছি হাজী পাড়া কর্তৃক আয়োজিত নাককাট্টি ঘাটে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ মহানন্দা নদীতে আয়োজন করা হয়।
শুক্রবার (২১ শে আগস্ট) দুপুর ২ টার সময় ঐতিহ্যবাহী নৌকা বাইচ আরম্ভ হলেও, নৌকা বাইচ ২১ ও ২২ শে আগস্ট ২ দিনে অনুষ্ঠিত হয়।উক্ত খেলায় প্রধান অতিথি হিসাবে উপস্হিত ছিলেন ১৪ নং ধাইনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আ.ক.ম তাবারিয়া চৌধুরী,বিশেষ অতিথি হিসাবে ছিলেন শিবগঞ্জ উপজেলার আওয়ামী যুবলীগের সদস্য রহিম বাবু,রাজনীতি ও অর্থনীতি বিষয়ক গবেষক আজম আলি খান,বিশিষ্ঠ ব্যবসায়ী আওয়াল ইসলাম, সাদিকুল ইসলাম সহ এলাকার সম্মানিত ব্যক্তি বর্গ।খেলায় ১১ জন মাঝি অংশ গ্রহন করেন।প্রথম দিন ৬ জন মাঝি বিজয় অর্জন করায় দ্বিতীয় দিন আবার তাদের মধ্যে খেলা অনুষ্ঠিত হলে গুয়া বাড়ি চাঁদ পুরের মাঝি মিনজুল প্রথম পুরুস্কার হিসাবে ১ টি ফ্রিজ,নাককাট্টি তলার মাঝি সহবুল ২ য় পুরুস্কর হিসাবে ১ টি ২১ ইন্চি কালার টেলিভিশন, পির গাচ্ছি হাজি পাড়ার মাঝি সুজন ৩য় পুরুস্কার হিসাবে ১ টি ১৭ ইন্চি কালার টেলিভিশন জয় লাভ করেন। নৌকা বাইচ খেলার আয়োজনে সার্বিক দায়িত্ব পালন করেন গুপ্তমানিক যুব সমাজ,শিবগঞ্জ চাঁপাই নবাব গঞ্জ।