1. shahalom.socio@gmail.com : admin :
  2. nagorikit@gmail.com : ভোলাহাটচিত্র : ভোলাহাটচিত্র
  3. bholahatchitro@gmail.com : ভোলাহাটচিত্র : ভোলাহাটচিত্র
আজ রবিবার, ২৪ অক্টোবর ২০২১, ০৬:৩২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
সামাজিক দূরত্ব বজায় রাখুন, বিনা প্রয়োজনে বাইরে বের হওয়া থেকে বিরত থাকুন।

ভোলাহাট-রহনপুর সড়ক নির্মাণে ঠিকাদার নিয়োগ প্রক্রিয়াধীন

  • আপডেট করা হয়েছে সোমবার, ১৬ আগস্ট, ২০২১
  • ৩২১ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টারঃ দীর্ঘদিনের প্রত্যাশা পুরন হতে যাচ্ছে ভোলাহাট উপজেলার সোয়া কোটি মানুষের। দেশের বিভিন্ন জায়গায় যোগাযোগের উপজেলার মানুষের সড়ক ও জনপথের একমাত্র ২২ কিলোমিটার ভোলাহাট- রহনপুর সড়ক। দীর্ঘদিন চলাচলের অনুপযোগী হয়ে থাকায় চরম দুর্ভোগে এলাকার মানুষ।
অবশেষে ১১আগষ্ট সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ রক্ষনাবেক্ষণ অধিশাখায় ২০২১-২০২২ অর্থবছরে সকল সড়ক জোনের সিএমপি(সড়ক-মেজর) কর্মসুচি অনুমোদন করা হয়। ২৯ জুলাই এ বিভাগের রক্ষণাবেক্ষণ অধিশাখারস্মারক নং ৩৫.০০.০০০০.০১৫.১৪.৩২.২০(অংশ-৩)-৩২৮ ও ১৫ জুলাই প্রধান প্রকৌশলী, সড়ক ও জনপথ অধিদপ্তরের স্মারক নং -৩৫.০১.০০০০.০০১.৩৮.০০৩.২১-১১৫৩ প্রঃপ্রঃ তে অন্তর্ভূত্তির অনুমোদন প্রদান করা হয়।
উপসচিব দীপঙ্কর মন্ডল স্বাক্ষরিত অনুমোদন পত্রে বলা হয়েছে রিজিড ৪+২০০ হতে ৪+৫০০=৩০০মিঃ,১৩+৪০০ হতে ১৩+৭০০=৩০০মিঃ, ২০+২০০ হতে ২০+৪০০=২০০মিঃ, ২২+০০০ হতে ২২+৭০০=৭০০মিঃ, ডিবিএস ওয়ারিং কোর্স ০+০০০ হতে ২+৯২০ মিঃ,=২৯২০ মিঃ, ৩+৩০০ হতে ৪+২০০= ৯০০ মিঃ,২০+৪০০ হতে ২২ +০০=১৬০০ মিঃ। দৈর্ঘ্য ৬.৯২ কিঃমিঃ। প্রক্কলিত ব্যয় (লক্ষ টাকায়) ১২১৮.৫৩ টাকা। মজবুতিকরণসহ রিজিড পেমেন্ট ও এ্যাপ্রোচ সড়ক নির্মাণ, রিজিড ১.৫০ কিঃমিঃ, ডিবিএস ওয়ারিং ৫.৪২ কিঃমিঃ।
গুরুত্বপূর্ণ এ সড়ক-মেজর কাজের জন্য খুব দ্রুত ঠিকাদার নিয়োগ দেয়া হবে অনুমোদন পত্রে উল্লেখ করা হয়েছে। সড়কটি নির্মাণ সম্পন্ন হলে উপজেলার আর্থসামাজিক উন্নয়ন বৃদ্ধি পাবে এমনটাই প্রত্যাশা এলাকাবাসীর।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
ডিজাইনঃ নাগরিক আইটি (Nagorikit.com)