স্টাফ রিপোর্টার ঃ ভোলাহাটে সমবায় অধিদপ্তরের আয়োজনে রবিবার থেকে ৫দিনব্যাপী সেলাই প্রশিক্ষণ উপজেলা কৃষক মিলনায়তনে উদ্বোধন করা হয়েছে। উপজেলা সমবায় অফিসার আব্দুল হালিমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, রাজশাহী বিভাগীয় যুগ্ম নিবন্ধক আব্দুল মজিদ। বিশেষ অতিথি ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ জেলা সমবায় কর্মকর্তা প্রফুল্ল কুমার প্রামাণিক, ভোলাহাট প্রেসক্লাব সভাপতি গোলাম কবির। ৫ দিনব্যাপী সেলাই প্রশিক্ষণে উপজেলার বিভিন্ন সমবায় সমিতির ২৫জন নারী প্রশিক্ষণ গ্রহণ করছেন। প্রত্যেক প্রশিক্ষনার্থীকে সাবলম্বী করতে একটি করে সেলাই মেশিন প্রদান করা হয়।