স্টাফ রিপোর্টার ঃ ভোলাহাট মেডিকেল মোড়ে তিনটি দোকানে আগুন লেগে সাড়ে ৪ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে স্থানীয় ফায়ার সার্ভিস। ১২ নভেম্বর বৃহস্পতিবার সকাল সাড়ে ৫ টার দিকে উপজেলার মেডিকেল মোড় ঈদগাহ মার্কেটের ৩ টি দোকানে আগুন লাগে। প্রথমে মুক্তারুলের বাবা- মার দোয়া মটর্সে আগুন লাগে। পরে পর্যায়ক্রমে আব্দুল মতিনের মেসার্স এগ্রিকালচার ক্লিনিক ও ইস্তিয়াকের শাহানাজ স্টুডি ও এ্যান্ড ফটোস্ট্যাট দোকানে আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে লিডার মিজানুর রহমান ও শামশুল হক সরকারের নেতৃত্বে ভোলাহাট ফায়ার সার্ভিসের একটি দল ছুটে যান। তারা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। ফায়ার সার্ভিস লিডার মিজানুর রহমান জানান, তারা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে তিন দোকানে প্রায় সাড়ে ৪ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তিনি বলেন, দ্রুত ঘটনাস্থলে না পৌঁছলে আরো বেশী ক্ষতি হবার আশঙ্কা ছিল। তিনি বলেন, বৈদ্যুতিক সক সার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হয়।