স্টাফ রিপোর্টার ঃআপনার প্রয়োজনীয় কাপড় নিয়ে যান এবং অপ্রয়োজনীয় কাপড় রেখে যান এ স্লোগানকে সামনে রেখে মানবতার দেয়ালের উদ্বোধন করা হয়েছে। ৬ জানুয়ারি বুধবার বেলা ১০ টার দিকে ভোলাহাট উপজেলা হেল্পলাইন মানুষ মানুষের জন্য মানবতার দেয়ালের মাধ্যমে অসহায় মানুষের সাহায্যের জন্য ভোলাহাট খাদ্য গুদামের পূর্ব পাশে মানবতার দেওয়ালের উদ্বোধন করা হয়।
মানবতার সেবাই জাগ্রত হোক বিবেক এই স্লোগান সামনে রেখে অসহায় ও কর্মহীন মানুষের পাশে দাড়াতে এই উদ্দ্যেগ গ্রহণ করেন ভোলাহাট উপজেলা হেল্পলাইন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মানবতার দেওয়ালটি উদ্বোধন করেন ভোলাহাট উপজেলা নির্বাহী অফিসার মসিউর রহমান।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, হেল্প লাইনের উপদেষ্টা মইনুল ইসলাম,উপ-সহকারী কৃষি কর্মকর্তা সৈয়দ সাগর আলি, প্রভাষক আহশানুর রশিদ রানা, রাজিব হোসেন সেলিম রেজাসহ ভোলাহাট উপজেলা হেল্পলাইনের সভাপতি রুহুল আমিন রাহুল,সহ সভাপতি মাসুদ রানা, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, সহ সম্পাদক আঃ আহাদসহ কার্যনির্বাহী কমিটির সদস্য ও উপদেষ্টা মন্ডলী।