স্টাফ রিপোর্টার ঃ ২০২০-২১ অর্থবছরে ভিজিডি উপকারভোগী নির্বাচনে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠায় উপজেলা প্রশাসন যাচায় বাছাইয়ে মাঠে নেমেছে। ৯ ডিসেম্বর বুধবার গোহালবাড়ী ইউনিয়নে সরজমিনে যাচায় বাছাই করেন উপজেলা চেয়ারম্যান রাব্বুল হোসেন, উপজেলা নির্বাহী অফিসার মশিউর রহমান। এ সময় সাথে ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান গরিবুল্লাহ দবির, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল কাদের , ইউনিয়ন পরিষদ সদস্যসহ । সূত্র জানায়,উপজেলা কমিটির সিদ্ধান্তক্রমে সরেজমিন যাচাই-বাছাই করার কাজ শুরু হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার মশিউর রহমান সংশ্লিষ্ট সকলকে অনুরোধ করেছেন কেউ যেন অবৈধ ভাবে সুযোগ নিতে না পারে সে দিকে শর্তক থাকতে। শতভাগ স্বচ্ছতা ও নিরপেক্ষতার ভিত্তিতে উপকারভোগী নির্বাচন করবেন বলে জানিয়েছেন। এদিকে বাড়ী বাড়ী গিয়ে যাচায় বাছাই করতে কর্মকর্তা নিয়োগ দেয়া হয়েছে। কর্মকর্তারা যাচায় কাজ অব্যাহত রেখেছেন বলে জানান।