স্টাফ রির্পোটারঃ ভোলাহাটে ৩০ জুন বুধবার সকাল ১০টার দিকে দরিদ্র কর্মহীন মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়। উপজেলার জামবাড়ীয়া ইউনিয়ন পরিষদের আয়োজনে এডিপির অর্থায়নে সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ মশফিকুল ইসলাম তারা। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা এলজিইডি দপ্তরের উপ-সহকারী প্রকৌশলী মোঃ আবু সায়েম, সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ সদস্য মোঃ সবুর আলী, মোঃ আব্দুস সামাদসহ অন্যরা। ইউনিয়নের দরিদ্র কর্মহীন ১১জন মহিলাকে সেলাই মেশিন দিয়ে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হয়েছে।