স্টাফ রিপোর্টার ঃ ভোলাহাটে সমবায় অধিদপ্তরের আয়োজনে উপজেলাধীন সমবায় সমিতির নারী সদস্যদের অংশগ্রহণে স্থানীয় চাহিদা ভিত্তিক এসডিজি বাস্তবায়নে, আই জি এ প্রশিক্ষণ প্রদান ও দক্ষতা উন্নয়ন, আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং ত্রি -পক্ষীয় সমোঝতা স্বারক চুক্তির মাধ্যমে বৃহস্পতিবার ৫দিনব্যাপী সেলাই প্রশিক্ষণ ও সেলাই মেশিন বিতরণ উপজেলা কৃষক মিলনায়তনে সমাপ্ত হয়েছে।৫ দিনব্যাপী সেলাই প্রশিক্ষণে উপজেলার দোঁলনচাপা,সোনার বাংলা,প্রগতি ও সাফল্য সমবায় সমিতির ২৫জন নারী প্রশিক্ষণে অংশ গ্রহণ করেন। প্রত্যেক প্রশিক্ষনার্থীকে সাবলম্বী করতে একটি করে সেলাই মেশিন ও প্রশিক্ষণ শেষে প্রশিক্ষণের সনদ তুলে দেওয়া হয় ।
এ সময় উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ জেলা সমবায় কর্মকর্তা প্রফুল্ল কুমার পরামানিক,উপজেলা সমবায় অফিসার আব্দুল হালিম,কোর্স পরিচালক জুয়েল উদ্দিন,সহকারী পরিদর্শক রেজাউল করিম ও নওরাজ শরীফসহ অন্যরা।
ছবি ক্যাপশন :জেলা সমবায় অফিসার প্রশিক্ষণের সনদ তুলে দিচ্ছেন।
উল্লেখ প্রশিক্ষণের শুরুতে সকল প্রশিক্ষণার্থীদের একটি করে সেলাই মেশিন দেয়া হয় এবং হাতে নাতে প্রশিক্ষণ প্রদান করা হয়।