স্টাফ রিপোর্টার ঃ ভোলাহাটে র্যাবের সহযোগিতায় মোবাইল কোর্ট পরিচালনা করে ৩টি বেকারিতে ৯ নভেম্বর সোমবার অভিযান পরিচালনা করা হয়। ভোলাহাট উপজেলা নির্বাহী অফিসার মশিউর রহমান নির্বাহী ম্যাজিস্ট্রেটের দায়িত্বে থেকে মোবাইল কোর্ট পরিচালনা করে ২টি বেকারির অবস্থা খুব অস্বাস্থ্যকর ও নোংরা থাকায় উপজেলার গোপিনাথপুরে জীবনকে ৪০ হাজার টাকা ও বজরাটেক খলিসাকুড়ির বেকারিকে ১০ হাজার টাকা মোট ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান ও ১টি কারখানাকে সিলগালা করে বন্ধ করে দেওয়া হয়। অভিযানে সহযোগিতা করেন ,র্যাব চাঁপাইনবাবগঞ্জ।
জনস্বাস্থ্য নিয়ে কোন শৈথিল্য সহ্য করা হবে না বলে মোবাইল কোর্টের নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান।