1. shahalom.socio@gmail.com : admin :
  2. nagorikit@gmail.com : ভোলাহাটচিত্র : ভোলাহাটচিত্র
  3. bholahatchitro@gmail.com : ভোলাহাটচিত্র : ভোলাহাটচিত্র
আজ শনিবার, ২৩ অক্টোবর ২০২১, ১১:৫২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
সামাজিক দূরত্ব বজায় রাখুন, বিনা প্রয়োজনে বাইরে বের হওয়া থেকে বিরত থাকুন।

ভোলাহাটে মোটরসাইকেলের নাম্বার প্লেটে বিশ্ব বার্তা

  • আপডেট করা হয়েছে বৃহস্পতিবার, ৮ জুলাই, ২০২১
  • ৬২৩ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার: ভোলাহাট উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে একটি মোটরসাইকেল দাঁড়িয়ে আছে। ৮ জুলাই বৃহস্পতিবার দুপুর ১টার সময়। ঐ সময় উপজেলায় সেবা নিতে আসা মোঃ রাজু বলেন, এ মোটরসাইকেলের নাম্বার প্লেটে লেখা আছে দৈনিক বিশ্ব বার্তা। এটা বাংলাদেশে কেমন নাম্বার চালু হলো ? বিষয়টি উপস্থিত আরো অনেকের প্রশ্ন। মোটরসাইকেল মালিকের খোঁজ নিতে গেলে তাকে পাওয়া যায়নি। পরে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ে গেলে কক্ষে হাতে কলম দিয়ে একটি নোটবুকে আপন মনে কর্মচারীদের সাথে কথা বলছেন আর লিখছেন। নোটবুকের পাশে এম টিভির লোগ দেয়া একটি বুম। তাঁর আচরণ দেখে পরিচয় জানতে চাইলে তিনি বলেন, আমার নাম মোঃ বাবুল হক। বাড়ী শিবগঞ্জ। তিনি আরো বলেন, আমি এমটিভি ও দৈনিক বিশ্ব বার্তার সাংবাদিক।

এ সময় ব্যাগ থেকে একটি ট্যাবলয়েট বিশ্ব বার্তা পত্রিকা বের করে দেখান। পত্রিকাটিতে সম্পাদক ও প্রকাশকের সাথে যোগাযোগে কোন ফোন নাম্বার পাওয়া যায়নি। পত্রিকায় তাঁর কোন সংবাদ আছে কিনা জানতে চাইলে কোন সংবাদ নেই বলে জানান। এদিকে মোটরসাইকেলের নাম্বার প্লেটে রেজিস্ট্রেশন নাম্বারের স্থানে বিশ্ব বার্তা লেখা কেন জানতে চাইলে তিনি বলেন, নাম্বার নেই তাই বিশ্ব বার্তার একটা কার্ড নিয়ে বিশ্ব বার্তা লিখে দিয়েছি। আমি ৭মাস থেকে সাংবাদিক হয়েছি বলে জানান। ভোলাহাট প্রেসক্লাব সাধারণ সম্পাদক শাহ কবির জানান, এমন মানুষ আরো আছে। অনলাইন পত্রিকা, অনলাইন টিভি ও বেনামের পত্রিকার সাংবাদিক পরিচয় দিয়ে চাঁদাবাজি করছে। এদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া দরকার বলে দাবী করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
ডিজাইনঃ নাগরিক আইটি (Nagorikit.com)