স্টাফ রিপোর্টার: ভোলাহাট উপজেলার ১ নং ইউপির ৯ ওয়ার্ডের এক ঝাঁক তরুণদের নিয়েই মাদক মুক্ত সমাজ গঠন ও স্বেচ্ছাসেবী সংগঠন চর ধরম পুর তরুণ সংঘ।২০১৮ সালে দুই বছর মেয়াদি কমেটি গঠনের মধ্য দিয়ে সংগঠনটি এলাকায় ব্যাপক জনপ্রিয়তা পেয়ে যাত্রা শুরু করে। ২০২০ সালে কমেটির মেয়াদ শেষ হয়। ১৯ সেপ্টেম্বর শনিবার তরুণ সংঘের সকল সদস্যদের উপস্থিতিতে আগামী দুই বছরের জন্য নতুন কমিটি গঠন করা হয়।
কমেটিতে নুরনবী সভাপতি, মুরসালিন সহ- সভাপতি, শুভ সাধারণ সম্পাদক, ফাহিম ফয়সাল যুগ্ন সম্পাদক, আমানুল্লাহ আমান সাংগঠনিক সম্পাদক, ও জামিরুদ্দিন কোষাধ্যক্ষ পদে নির্বাচিত হয়।
উল্লেখ্য চর ধরম পুর তরুণ সংঘ সমাজে মাদক নির্মূলে খেলাধুলা, সদস্য দাতা সদস্যের নিজ অর্থায়ানে গরিব খেটে খাওয়া মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ও অর্থ সহায়তা করে।