স্টাফ রিপোর্টারঃ গোপন সংবাদের ভিত্তিতে ৭ আগষ্ট শুক্রবার রাত ৯টার দিকে সংবাদ পেয়ে ওসি মাহবুবুর রহমানের নির্দেশে পুলিশ অভিযান চালায়। এ সময় জেলার গোমস্তাপুর উপজেলার বড়বঙ্গেসপুর গ্রামের আল আমিনের ছেলে আল-আমিন ওরফে লিটন ও একই উপজেলার বড়কাঞ্চনপুর গ্রামের আলাউদ্দিনের ছেলে শাহিন কাদির (২৫) ভোলাহাট উপজেলা পরিষদের দক্ষিণ গেটের সামনে থেকে ৪০ বোতল আমদানি নিষিদ্ধ ফেনসিডিল উদ্ধারসহ দু মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। ভোলাহাট থানার অফিসার ইনর্চাজ মাহবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে নিয়মিত মাদক মামলা করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। তিনি আরো বলেন, মাদক নিয়ন্ত্রনে জিরো টলারেন্সে নিয়ে আসা হবে ভোলাহাট উপজেলাকে।