স্টাফ রিপোর্টার ঃ ভোলাহাটে মহানন্দা ইয়থ ডেভেলপমেন্ট সোসাইটি (মাইডস) একটি জামে মসজিদের উন্নয়নে আর্থীক সহায়তা প্রদান করেছে। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে আদাতলা নিজস্ব প্রধান কার্যালয়ে সংস্থার এমডি বেলাল উদ্দিন কাশিয়াবোনা দক্ষিণ পাড়া জামে মসজিদের প্রতিনিধি মাও এনামুল হকের হাতে আর্থিক অনুদানের চেক তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন, আদাতলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওবাইদুল্লাহ, সহকারী শিক্ষক সারোয়ার জাহান, আমিমুল হক, ব্যাঞ্চ ম্যানেজার আল হেলালসহ অন্যরা। এনজিও মাইডস এর পূর্ব থেকে বিভিন্ন প্রতিষ্ঠান, অসহায় মানুষকে আর্থীক সহায়তা করে আসছে।