স্টাফ রিপোর্টার ঃ আগামী ৪অক্টোবর হতে ১৭ অক্টোবর পর্যন্ত জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে মতবিনিময় সভা হয়েছে। ২১ সোমবার বেলা ১১ টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে নিজস্ব সম্মেলন কক্ষে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আব্দুল হামিদের সভাপতিত্বে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের বিভিন্ন তথ্য তুলে ধরেন।মতবিনিময় সভায় স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা বলেন, আগামী ৪ অক্টোবর হতে ১৭ অক্টোবর পর্যন্ত জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনে ৬-১১ মাস বয়সী শিশুকে ১টি নীল রঙের এবং ১২-৫৯ মাস বয়সী শিশুদের ১টি লাল রঙের ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।
তিনি জানান, এই ক্যাপসুল খাওয়ানোর ফলে শিশুদের সঠিকভাবে শারীরিক বৃদ্ধি ঘটবে এবং শিশুদের উচ্চতায় খাঁটো হওয়া বন্ধ হবে। রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাওয়ার সাথে শিশুরা ডায়রিয়ার আক্রান্ত হবে না এবং অন্ধত্ব থেকে শিশুরা রক্ষা পাবে।
মতবিনিময় সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান রাব্বুল হোসেন, উপজেলা নির্বাহী অফিসার মশিউর রহমান, ভাইস চেয়ারম্যান গরিবুল্লাহ দবির, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল কাদের, মশফিকু রহমান তারা, ভোলাহাট প্রেসক্লাব সভাপতি গোলাম কবির ও ইসলামী ফাউন্ডেশনের শফিকুল ইসলাম।