স্টাফ রিপোর্টার ঃ চাঁপাইনবাবগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশ ২৫ অক্টোবর রোববার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে অভিযান চালিয়ে ভারতীয় জাল রুপি ও অন্যান্য উপকরণসহ ৪জনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলো ভোলাহাট উপজেলার ফুটানীবাজারের দুলাল হকের ছেলে জিহাদ রানা (১৯) ছোটজামবাড়ীয়া গ্রামের মফিজুদ্দিনের ছেলে র্যাবের কথিত সোর্স নবী উল্লাহ (২৪) দূর্গাপুর গ্রামের শফিকুল ইসলামের ছেলে আব্দুস সামাদ(২৪) ধর্মপুর মান্নুমোড় গ্রামের বাবুল হোসেনের ছেলে আল-আমিন@ বাইতুল ইসলাম মিশুক (১৮) জেলা গোয়েন্দা পুলিশ ২৫ অক্টোবর সন্ধ্যা সাড়ে ৬টায় বাটাগ্রাম ও বড়গাছি বাজার হতে ভারতীয়৪লাখ ৮০ হাজার জাল রুপি , প্রিন্টার ও মেমোরি কার্ডসহ আটক করে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানা গেছে।