স্টাফ রিপোর্টারঃ ভোলাহাট উপজেলায় কর্মরত স্বাস্থ্য পরিদর্শক, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য সহকারীদের বেতন বৈষম্য নিরসনের দাবিতে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি পালন করছেন।সোমবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত টানা ৪র্থ দিনের মতো কর্মবিরতি পালন করেন তারা। বাংলাদেশ হেল্থ এসিসট্যান্ট এসোসিয়েশন আয়োজিত কর্মবিরতি কর্মসূচিতে বক্তব্য রাখেন সংগঠনের ভোলাহাট উপজেলা শাখার সভাপতি রাকিবউদ্দিন, সাধারণ সম্পাদক আহসান হাবিব, জেলা সিনিয়র সহ সভাপতি শামীম আখতার, স্বাস্থ্য পরিদর্শক জিল্লুর রহমান ও আঃ লতিফসহ অন্যরা। বক্তারা নিয়োগবিধি সংশোধনসহ ক্রমানুসারে স্বাস্থ্য পরিদর্শক, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য সহকারীদের বেতন গ্রেড ১৬তম থেকে যথাক্রমে ১১, ১২ ও ১৩তম গ্রেডে উন্নীতকরণের জোর দাবি জানান তারা।