স্টাফ রিপোর্টার ঃ”উন্নত স্যানীটেশন নিশ্চিত করি করোনা ভাইরাসমুক্ত জীবন গড়ি” এ শ্লোগানকে সামনে রেখে ভোলাহাটে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়েছে। উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে ২১ অক্টোবর বৃহস্পতিবার উপজেলা চত্বরে হাত ধোয়ার মাধ্যমে দিবসটি পালন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার মশিউর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান রাব্বুল হোসেন।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভাইস চেয়ারম্যান গরিবুল্লাহ দবির,মহিলা ভাইস চেয়ারম্যান শাহনাজ খাতুন। অন্যান্যদের মধ্যে জেলা আলীগের সাবেক সহসভাপতি আঃ খালেক,জন স্বাস্থ্যের প্রকৌশলী সুজয় কর্মকার,যুব উন্নয়ন অফিসার কামরুজ্জামান সরদার, সমবায় অফিসার আব্দুল হালিমসহ অন্যরা।
এ সময় অতিথিরা সঠিকভাবে হাত ধোয়ার উপর দিক নির্দেশনা দেন।