স্টাফ রিপোর্টার ঃপ্রতিদিন ডিম খাই, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াই এ প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে প্রাণী সম্পদ দপ্তরের আয়োজনে বিশ্বডিম দিবস পালিত হয়েছে।
৯ অক্টোবর শুক্রবার সকাল সাড়ে ৯টার সময় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালী বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে একই স্থানে শেষ হয়।
পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মশিউর।
অন্যান্যদের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, প্রাণি সম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. মোঃ মোস্তাফিজুর রহমান,সেচ্ছাসেবী মাঠ কর্মী রাসেল আহমেদ,এলডিডিপির এলএসপিগণ,ফিল্ড ফেসেলেটরসহ অন্যরা।