স্টাফ রিপোর্টার ঃ ভোলাহাট কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে বিনা মূল্যে এক হাজার ৩২০ জন কৃষককে বিভিন্ন ফসলের বীজ ও সার বিতরণ করা হয়। বৃহস্পতিবার বেলা ১০টার দিকে নিজস্ব অফিস চত্বরে উপজেলার বিভিন্ন গ্রামের কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ করা হয়েছে। এ সময় উপজেলা নির্বাহী অফিসার মশিউর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান গরিবুল্লাহ দবির, মহিলা ভাইস চেয়ারম্যান শাহানাজ খাতুন, উপজেলা কৃষি কর্মকর্তা আসাদুজ্জামান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা কামরুজ্জামান সরদার ও উপ-সহকারী কৃষি অফিসার সৈয়দ সাগর আলীসহ অন্যরা উপস্থিত ছিলেন। এ সময় পুনর্বাসন হিসেবে ৬’ শ জন কৃষকে গম ২০ কেজি,মরিচ ৩’ শ গ্রাম,সরিষা ১ কেজি,মুশরী ৫ কেজি, খেসারি ৮ কেজি করে বীজ দেয়া হয়। এদিকে প্রণোদনা হিসেবে ৭’শ ২০ জন কৃষককে হাইব্রিড বোরো ধান ১ কেজি,গম ২০ কেজি, ভূট্টা ২ কেজি, সরিষা ১ কেজি করে বীজ দেয়া হয়। এছাড়া প্রত্যেক কৃষককে ফসল ভেদে ১০,১৫,২০ ও ৩০ কেজি করে ডিএপি ও এমওপি সার বিতরণ করা হয়।