স্টাফ রিপোর্টার ঃ ভোলাহাটে এখন বাজার-ঘাটে পুলিশি সেবা পাচ্ছে জনতা। উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অফিসার ইনচার্জ মাহবুবুর রহমান ছুটে বেড়াচ্ছেন বাজার- ঘাটে। তিনি মাদক, বাল্যবিয়ে, সন্ত্রাসী, জঙ্গিসহ সকল অপরাধের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে নিজ নিজ এলাকার জনতাকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। এ সব সেবা প্রদানের অংশ হিসেবে ২২ ফেব্রুয়ারি সোমবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার সুরানপুর বাজারে শতাধিক জনতার উপস্থিতিতে ভোলাহাটকে শান্তিতে রাখতে এ সব কথা বলেন অফিসার ইনচার্জ মাহবুবুর রহমান। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ভোলাহাট প্রেসক্লাবের সভাপতি গোলাম কবির,সাবেক গোহালবাড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলাউদ্দিনসহ অন্যরা।