স্টাফ রিপোর্টারঃ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯০ তম জন্মবার্ষিকী উপলক্ষে দরিদ্র অসহায় নারীদের দুঃস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়। শনিবার বেলা ১২টার দিকে উপজেলা মিলনায়তনে উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে উপজেলা প্রশাসনের সহযোগিতা সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহি অফিসার রাজিবুল আলম। প্রধান অতিথি হিসেবে কিছুক্ষণের জন্য উপস্থিত উপজেলা চেয়ারম্যান রাব্বুল হোসেন উপস্থিত হয়ে বিশেষ কারণ দেখিয়ে রেগে অনুষ্ঠান ত্যাগ করেন। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা(অতিরিক্ত দায়িত্ব) বরুণ কুমার পাল। বক্তব্য রাখেন উপকারভোগী সুখতারা। উপজেলার মোট ৬জন প্রশিক্ষণ প্রাপ্ত অসহায় দরিদ্র নারীর মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়।