স্টাফ রিপোর্টার ঃউপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে ভোলাহাট উপজেলায় বঙ্গবন্ধু জাতীয় যুব দিবস পালিত হয়েছে। দিবসটির এবারের প্রতিপাদ্য বিষয় হলো “মুজিব বর্ষের আহ্বান, যুব কর্মসংস্থান”। দিবসটি উপলক্ষ্যে ১ নভেম্বর রবিবার সকাল ১০ টার দিকে উপজেলা নির্বাহী অফিসার মশিউর রহমানের সভাপতিত্বে উপজেলা পরিষদ মিলনায়তনে যুব সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,ভোলাহাট উপজেলা চেয়ারম্যান প্রভাষক রাব্বুল হোসেন, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যানদ্বয় গরিবুল্লাহ ছবির, শাহানাজ খাতুন,জেলা পরিষদ সদস্য পিয়ার জাহান, উপাধ্যক্ষ জামাল উদ্দিন ও মুক্তিযোদ্ধা আফসার হোসেন।
স্বাগত বক্তব্য রাখেন, ভোলাহাট উপজেলা যুব কর্মকতা কামরুজ্জামানের । অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সফল আত্মকর্মী সাইফুল ইসলাম, এস বিবি সংগঠনের সাধারণ সম্পাদক আবু রায়হান সহ অন্যরা। বক্তারা বলেন, একমাত্র দক্ষ যুবকেরাই পারে বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ গড়তে। যুবদের কর্মসংস্থান সৃষ্টি করতে বাংলাদেশ সরকার সবসময় কাজ করে যাচ্ছে।