স্টাফ রিপোর্টার ঃ ভোলাহাটে ফের চারজন করোনা পজেটিভ সনাক্ত। স্বাস্থ্য কমপ্লেক্সে সূত্রে জানা গেছে, গত ৫ জুলাই নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠালে ১৩জুলাই পরীক্ষার ফলাফল আসে। এতে উপজেলার চিকিৎসক, শিক্ষক ও শিশুসহ চারজন করোনা পজেটিভ সনাক্ত হয়। এদের কারো কোন করোনা উপসর্গ ছিলনা। উপজেলায় এখন পর্যন্ত মোট ১৮ জন করোনা পজেটিভ সনাক্ত হলেও সুস্থ্য হয়েছেন ১২জন। বাঁকী পজেটিভ সনাক্তরা সুস্থ্য রয়েছেন বলে তাদের সাথে যোগাযোগ করলে তারা নিশ্চিত করেন। তবে তারা স্বাস্থ্য বিধি মেনে হোম আইসোলেশনে রয়েছেন।