স্টাফ রিপোর্টারঃ ভোলাহাটে অভিযান চালিয়ে ২০ বোতল ফেন্সিডিলসহ ২ জনকে গ্রেফতার করেছে ভোলাহাট থানা পুলিশ।
৯ মার্চ মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অফিসার ইনচার্জ মাহবুবুর রহমানের নির্দেশেএস আই মোস্তাফিজের নেতৃত্বে এএস আই মামুনসহ সঙ্গীয় ফোর্স নিয়ে জামবাড়ীয়ার খবিরুদ্দিনের বাড়ির সামনে রাস্তার উপর ২০ বোতল ফেন্সিডিলসহ তাদেরকে আটক করা হয়।
আটককৃত আসামীরা নওগাঁ জেলার নিয়ামত উপজেলার শিবপুর গ্রামের শফিকুল ইসলাম (৩৫) ও রুহুল আমিন।
ভোলাহাট থানার অফিসার ইনচার্জ মাহবুবুর রহমান জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে এবং আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে ।