স্টাফ রিপোর্টার ঃ ভোলাহাটে মাঠ পর্যায়ের কর্মকর্তা/ কর্মচারী, চিকিৎসক,স্বাস্থ্যকর্মী ও সুশীল সমাজের নেতৃবর্গের ফাইলেরিয়া রোগের উপর এ্যাডভোকেসি সভা বৃহস্পতিবার সকাল ১০ টার দিকে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এ সময় উপজেলা চেয়ারম্যান রাব্বুল হোসেন, উপজেলা নির্বাহী অফিসার মশিউর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান শাহজাহান খাতুন, উপজেলা স্বাস্থ্য , পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আব্দুল হামিদ ও ডাঃ আজহারুল ইসলামসহ অন্যরা উপস্থিত ছিলেন। এ্যাডভোকেসি সভার প্রথমে ডাঃআব্দুল হামিদ ফাইলেরিয়া রোগের উপর স্বাগত বক্তব্য রাখেন। পরে ডাঃ আজহারুল ইসলাম এ রোগ সম্পর্কে মাল্টিমিডিয়ার মাধ্যমে বিভিন্ন দিক তুলে ধরেন। তিনি বলেন, ভোলাহাট উপজেলায় ২০১৪ সালের হিসাব অনুযায়ী এ রোগে আক্রান্ত মোট ৭৪ জন। এখন এ সংখ্যা আরো বাড়তে পারে বলে জানান। সবাইকে সচেতন থাকার আহ্বান জানানো হয় এবং সচেতন তা বৃদ্ধি করতে অনুরোধ করেন।