স্টাফ রিপোর্টার ঃ উপজেলার দক্ষিন পিরানচক গ্রামের সাইদুর রহমান (৩৫) নামে এক মানুষিক প্রতিবন্ধী যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
২০ জানুয়ারি মঙ্গলবার দুপুর ২টার দিকে পোল্লাডাংগার জিন্নাহনগর গ্রাম সংলগ্ন পশ্চিম দিকে আমবাগানে আম গাছের ডালে দড়ি দিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন।
নিহত সাইদুর রহমান ভোলাহাট উপজেলার বজরাটেক দক্ষিন পিরানচক গ্রামের আঃ লতিবের ছেলে।নিহত ব্যক্তি মাষিক প্রতিবন্ধি বলে জানায় তার স্বজনের।
স্থানীরা লাশটি দেখতে পেয়ে ভোলাহাট থানা পুলিশকে খবর দিলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।
ভোলাহাট থানার অফিসার ইনচার্জ মাহবুবর রহমান জানান, এ ব্যাপারে একটি অপমৃত্যুর মামলা হয়েছে। লাশ ময়না তদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ মর্গে প্রেরণ হবে।