স্টাফ রির্পোটারঃ ভোলাহাট উপজেলা নারী উন্নয়ন ফোরাম ‘নারী ধর্ষণ ও নির্যাতনের প্রতিবাদে বেলুন উড্ডয়ন করে। ২২ সেপ্টেম্বর বৃহস্পতিবার ১২ টার দিকে উপজেলা পরিষদে এ কর্মসুচী পালন করা হয়। কর্মসূচি উপলক্ষে নারী উন্নয়ন ফোরাম কর্তৃক সুপারিশকৃত হত-দরিদ্র নারীদের মাঝে খাদ্য সহায়তা তুলে দেন ভোলাহাট উপজেলা নির্বাহী অফিসার মশিউর রহমান৷ মহিলা ভাইস চেয়ারম্যান ও নারী উন্নয়ন ফোরামের সভাপতি শাহনাজ খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদী বেলুন উড্ডয়ন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান রাব্বুল হোসেন, ভাইস চেয়ারম্যান গরিবুল্লাহ দবির, অফিসার ইনচার্জ মাহবুবুর রহমান, সাজেদা খাতুন, ববিতা বেগমসহ বিভিন্ন সেচ্ছাসেবী নারী সংগঠনের নেত্রীবৃন্দ।