স্টাফ রিপোর্টার ঃ ৭ অক্টোবর বুধবার ভোলাহাট উপজেলা পরিষদ দক্ষিণ গেটের সামনে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্র ঘোষিত প্রোগ্রামের অংশ হিসেবে ভোলাহাট উপজেলা শাখা ছাত্রলীগের উদ্যোগে মোমবাতি প্রজ্বলন এর মাধ্যমে বর্তমান সময়ে দেশের বিভিন্ন স্থানে ঘটে যাওয়া ধর্ষন ও নির্যাতনে প্রতিবাদ করা হয়।এসময় নেতাকর্মী বৃন্দ বিভিন্ন প্রতিবাদমূলক বিভিন্ন শ্লোগান দেয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন, ভোলাহাট উপজেলা শাখা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম ডালিম, সাবেক সহ সভাপতি আশিকুর রহমান ফারুক, উপজেলা সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সামিউল্লাহ সিফাত,
উপজেলা যুবলীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক আমানুল্লাহ আমান সাকির, জেলা ছাত্রলীগের সহ সম্পাদক সুলতানুল ইসলাম বুলেট , জেলা ছাত্রলীগ সহ সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান প্লাবন, সাবেক সাংগঠনিক সম্পাদক রিফাত হোসেন টুইংকেল, ১ ও ২ নং ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি, সাধারণ সম্পাদক সহ বিভিন্ন স্তরের নেতাকর্মীবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।