1. shahalom.socio@gmail.com : admin :
  2. nagorikit@gmail.com : ভোলাহাটচিত্র : ভোলাহাটচিত্র
  3. bholahatchitro@gmail.com : ভোলাহাটচিত্র : ভোলাহাটচিত্র
আজ শনিবার, ২৩ অক্টোবর ২০২১, ১১:৪২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
সামাজিক দূরত্ব বজায় রাখুন, বিনা প্রয়োজনে বাইরে বের হওয়া থেকে বিরত থাকুন।

ভোলাহাটে ড্রেণ নির্মাণের কাজ উদ্বোধন

  • আপডেট করা হয়েছে শনিবার, ২৭ জুন, ২০২০
  • ৪২১ বার পড়া হয়েছে
ছবিক্যাপশনঃ ভোলাহাটে ড্রেণ নির্মাণ কাজ উদ্বোধন করছেন গোহালবাড়ী ইউপি চেয়ারম্যান আব্দুল কাদের।

স্টাফ রিপোর্টারঃ ভোলাহাটের গোহালবাড়ী ইউনিয়নে সাড়ে চার লাখ টাকার ড্রেণ নির্মাণের কাজ শনিবার সকালে উদ্বোধন করা হয়েছে। উপজেলার গোহালবাড়ী ইউনিয়নের ১ নং ওয়ার্ডের সুরানপুর গ্রামের শহিদুলের বাড়ীর পাশ ড্রেণসহ স্লাব নির্মাণ করা হবে। মোট সাড়ে ৪ লাখ টাকা উন্নয়ন তহবিলের অর্থ দিয়ে র্নিমাণ হচ্ছে এ ড্রেণ। ড্রেণের দৈর্ঘ হবে ৪০ মিটার প্রস্থ্য ১মিটার ও গভীরতা হবে ১ মিটার। ড্রেণটি নির্মাণে জলবদ্ধতা হয়ে থাকা শতাধীক পরিবার জলাবদ্ধতা থেকে মুক্ত হবে বলে স্থানীয়রা জানান। ড্রেণ নির্মাণ কাজের উদ্বোধন করেন, গোহালবাড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল কাদের। এ সময় উপস্থিত ছিলেন, উপসহকারী প্রকৌশলি আকবর আলী, ঠিকাদার মেসার্স আবিদ এন্টারপ্রাইজ প্রোঃ হাসনাত জামিল আলিম আলরাজী, সংশ্লিষ্ট ইউনিয়নের সদস্য মোজাম্মেল হোসেন, ইসমাইল হোসেন, রমেশা বেগমসহ স্থাণীয় গণ্যমান্য ব্যডক্তগণ। উদ্বোধন শেষে ভোলাহাট সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ¦ ইয়াজদানী জর্জ ও উপজেলা প্রকৌলী নুরুল ইসলাম ড্রেণ নিমাাণ স্থানে উপস্থিত হন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
ডিজাইনঃ নাগরিক আইটি (Nagorikit.com)