স্টাফ রিপোর্টারঃচাঁপাইনবাবগঞ্জের নবাগত জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভোলাহাট উপজেলায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার ৫ নভেম্বর সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহি অফিসার মশিউর রহমান। এ সময়
উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান রাব্বুল হোসেন, ভাইস চেয়ারম্যান গরিবুল্লাহ দবির, মহিলা ভাইস চেয়ারম্যান শাহানাজ খাতুন, জেলা পরিষদ সদস্য পিয়ার জাহান, হোসনে আরা পাখি, অফিসার ইনচার্জ মাহবুবুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ইয়াসিন আলী শাহ।
অন্যান্যের মধ্যে উপস্থিত থেকে উন্মুক্ত আলোচনায় বক্তব্য রাখেন বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, গন্যমান্য ব্যক্তিবর্গ। এ সময়
নবাগত জেলা প্রশাসক এই উপজেলার বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড গতিশীল করতে তিনি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবেন বলে বক্তব্যে উল্লেখ করেন। তিনি উপজেলা নির্বাহী অফিসারের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান বিষয়ে বলেন, এ ব্যাপারে তাঁর কাছে কেউ কেউ উপজেলা নির্বাহী অফিসারের বিরুদ্ধে অভিযোগ করেছেন আবার অনেকেই সুনাম করেছেন। আইনের মাধ্যমে সরকারের দায়িত্ব পালনের ক্ষেত্রে সব সময় সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন বলে জানান। পরে জেলা প্রশাসক স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে সংস্কৃতি অনুষ্ঠান উপভোগ করেন। উল্লেখ্য বাংলাদেশ স্বাধীনতা অর্জনের পর এ প্রথম জেলা প্রশাসক সরকারী দায়িত্বে প্রত্যন্ত অঞ্চলে এসে রাত যাপন করেন। তিনি উপজেলার প্রত্যেক গ্রামে পায়ে হেঁটে সমস্যা পর্যবেক্ষন করবেন বলে জানান। তিনি আরো বলেন, শুক্রবার রেশম চাষীদের রেশম উৎপাদন সমস্যা বিষয়ে চাষীদের দ্বারে দ্বারে যাবেন বলে মতবিনিময় সভায় জানান জেলা প্রশাসক।