স্টাফ রিপোর্টার ঃ ভোলাহাটে জেলা পরিষদের শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। উপজেলার নেকজান বালিকা উচ্চ বিদ্যালয়ে মায়ের হাসি মহিলা সমিতির আয়োজনে জেলা পরিষদের অর্থায়নে শীতবস্ত্র বিতরন করা হয়। সমিতির সভাপতি ও জেলা পরিষদ সদস্য হোসেন আরা পাখির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হক। বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশ আওয়ামীলীগের ভোলাহাট উপজেলা শাখার সাধারন সম্পাদক ইয়াসিন আলী শাহ। এ সময় অন্যান্য অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।