স্টাফ রিপোর্টার ঃ ভোলাহাট উপজেলা প্রশাসন ও সমবায় অধিদপ্তরের আয়োজনে ৭ নভেম্বর শনিবার উপজেলা পরিষদ মিলনায়তনে সকাল ১০ টার দিকে ৪৯তম জাতীয় সমবায় দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মশিউর রহমান।
সমবায় দিবসে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান রাব্বুল হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান গরিবুল্লাহ দবির, মহিলা ভাইস চেয়ারম্যান শাহানাজ খাতুন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ইয়াসিন আলী শাহ, ভোলাহাট প্রেসক্লাব সভাপতি গোলাম কবির, ওসির প্রতিনিধি এস আই মোস্তাফিজুর রহমান। এ সময় স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা সমবায় অফিসার আব্দুল হালিম। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, দোলন চাঁপা সমবায় সমিতির সভাপতি দেলোয়ার হোসেনসহ অন্যরা।