স্টাফ রিপোর্টারঃ ১৫ই আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে মহানন্দা ইয়থ ডেভেলপমেন্ট সোসাইটি (মাইডস) আয়োজনে আলোচনা, দোয়া ও বৃক্ষরোপণ কর্মসূচী পালন করেছে। ১৫ আগষ্ট উপজেলার আদাতলায় নিজস্ব প্রধান কার্যালয়ে এ আয়োজন করা হয়। মাইডসের নির্বাহী পরিচালক বেলাল উদ্দিনের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, এরিয়া ম্যানেজার আব্দুল আউয়াল, শাখা ব্যাবস্থাপক আল হেলাল, দুরুল হোদাসহ অন্যান্য কর্মকর্তারা। পরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে বিশেষ মোনাজাত করা হয়। শেষে ১৫ আগষ্ট স্মরণে অফিসের সামনে বৃক্ষরোপণ করেন মাইডসের নির্বাহী পরিচালক বেলাল উদ্দিন ও অন্যান্য কর্মকর্তারা।