স্টাফ রিপোর্টারঃচাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে ৪২তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ মেলার উদ্বোধন করা হয়েছে। ৫ ডিসেম্বর শনিবার বেলা ১১ টার দিকে উপজেলা পরিষদ চত্ত্বরে মেলার উদ্বোধন করা হয়। জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের তত্ত্বাবধানে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় ভোলাহাট প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার মশিউর রহমানের সভাপতিত্বে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন,উপজেলা ভাইস চেয়ারম্যান গরিবুল্লাহ দবির, মহিলা ভাইস চেয়ারম্যান শাহাজ খাতুন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুর রহমান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা কামরুজ্জামান সরদার, জেলা পরিষদ সদস্য হোসেন আরা পাখি প্রমূখ। উল্লেখ্য, বিজ্ঞান মেলায় উপজেলার ২০টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী সরঞ্জাম স্টলগুলোতে প্রদর্শণ করছেন। পরে বিজয়ী স্টলকে পুরুস্কৃত করা হয়।