স্টাফ রিপোর্টার ঃ ৪ জানুয়ারী সোমবার বাংলাদেশ ছাত্রলীগ ভোলাহাট উপজেলা শাখার উদ্যোগে উপজেলা দক্ষিণ গেটে বঙ্গবন্ধু ক্লাব ও পাঠাগার চত্বরে বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ ছাত্র সংগঠন। বিভিন্ন সংগ্রাম, আন্দোলনে গৌরব ও ঐতিহ্যবাহী ছাত্র সংগঠন এর ৭৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উৎসব মুখর পরিবেশে পালন করা হয়।কোরআন তেলায়াত, জাতীয় সংগীত ও পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানিকতা শুরু করে আনন্দ মিছিল কেক কর্তন ও আলোচনা সভা পরে মিষ্টান্ন বিতরন এর মাধ্যমে প্রথম পর্ব শেষে হয় । ২য় পর্বে ভোলাহাট উপজেলা পরিষদ চত্বরে সাংস্কৃতিক অনুষ্ঠান এর আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা ডাঃ মোঃ আশরাফুল হক চুনু সভাপতি ভোলাহাট উপজেলা আওয়ামীলীগ, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ রাব্বুল হোসেন চেয়ারম্যান ভোলাহাট উপজেলা পরিষদ।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ ইয়াসিন আলী শাহ সাধারণ সম্পাদক ভোলাহাট উপজেলা আওয়ামীলীগ, মো আব্দুল খালেক সহ সভাপতি জেলা আওয়ামী লীগ, মোঃ গরীবুল্লাহ দবির ভাইস চেয়ারম্যান ভোলাহাট উপজেলা পরিষদ, মোঃ পিয়ার জাহান সদস্য জেলা পরিষদ, হোসনে আরা পাখি মহিলা সদস্য জেলা পরিষদ, মোঃ আরজেদ আলী ভুটু চেয়ারম্যান দলদলি ইউনিয়ন পরিষদ, এছাড়াও ভোলাহাট উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ, সাবেক ছাত্রলীগের নেতৃবৃন্দ সহ ভোলাহাট উপজেলার বিভিন্ন স্তরের আওয়ামীলীগ ছাত্রলীগ ও সহ সহযোগী সংগঠন গুলোর নেতাকর্মীবৃন্দ। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন ভোলাহাট উপজেলা শাখা ছাত্রলীগের সভাপতি মোঃ সুলতানুল ইসলাম বুলেট, সঞ্চলনায় ছিলেন রিফাত হোসেন টুইংকেল সাধারণ সম্পাদক ভোলাহাট উপজেলা শাখা ছাত্রলীগ।