ছাত্রলীগের সভাপতির দায়িত্ব পাওয়া মো.সুলতানুল ইসলাম বুলেট ঢাকা ড্যাপোডিল বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল বিভাগের ছাত্র । তিনি বিদায়ী ভোলাহাট উপজেলা ছাত্রলীগ কমিটির সাংগাঠনিক সম্পাদক ছিলেন। অন্যদিকে, সাধারণ সম্পাদকের দায়িত্ব পাওয়া রিফাত হোসেন টুইংকেল ঢাকা কলেজের ম্যানেজমেন্ট বিভাগের ছাত্র। তিনিও বিদায়ী কমিটির সাংগাঠনিক সম্পাদক ছিলেন।
গত ২২ জানুয়ারি ভোলাহাট মোহবুল্লাহ কলেজে ছাত্রলীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। অন্যবার সম্মেলনে কমিটি ঘোষণা করা হলেও এবার সমঝোতার মাধ্যমে কমিটি গঠনের উদ্যোগ নেওয়া হয়। বিভিন্ন কারণে কমিটি ঘোষণার সময় পিছিয়ে যায়। সম্মেলনের ৯ মাস পর আজ কমিটি ঘোষণা করা হলো।