ভোলাহাট উপজেলায় এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। সোমবার (১৩ জুলাই) ভোর সাড়ে ৫ টায় ঘরের চালার নীচে চাপা পড়ে ওই বৃদ্ধার মৃত্যু হয়। নিহত বৃদ্ধা-ভোলাহাট উপজেলার গোহালবাড়ি ইউনিয়নের পুর্ব পাড়া গ্রামের মৃত কালু শেখের স্ত্রী জোহরা বেগম (৬০)।
ভোলাহাট থানার অফিসার ইনচার্জ নাসির উদ্দীন মন্ডল বলেন, রোববার রাতে জোহরা নাতিকে নিয়ে ঘুমাতে যায়। অতি বৃষ্টির ফলে ভোর রাত পৌনে ৫ টার দিকে তার মাটির ঘর ভেঙ্গে তাদের উপর পড়ে। ফলে বৃ্দ্ধার মৃত্যু হয় কিন্তু অলৌকিকভাবে নাতি বেঁচে যায়। এব্যাপারে থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের পুর্বক বৃদ্ধার দাফন কাজ সম্পন্ন করা হবে।