স্টাফ রিপোর্টার ঃচাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে গোহালবাড়ী ইউনিয়ন পরিষদের উদ্যোগে স্কুলে ও কলেজের মাঝে স্কাউটের পোষাক বিতরণ করা হয়েছে। ৮ অক্টোবর বৃহস্পতিবার সকাল ১১টার দিকে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সামনে ভোলাহাট মোহবুল্লাহ কলেজ ভোলাহাট সরকারী মহিলা কলেজ নেকজান উচ্চ বিদ্যালয়,ও গোহালবাড়ী উচ্চ বিদ্যালয়ের ১৫টি করে মোট ৬০ সেট স্কাউটের পোশাক প্রদান করা হয়। এসময় উপস্থিত থেকে পোষাক বিতরণ করেন, উপজেলা নির্বাহী অফিসার মশিউর রহমান,ভাইস চেয়ারম্যান গরিবুল্লাহ দবির, মহিলা ভাইস চেয়ারম্যান শাহনাজ খাতুন, গোহালবাড়ী ইউপি চেয়ারম্যান আঃ কাদের,সরকারী মহিলা কলেজের অধ্যক্ষ আকতারুল ইসলাম,মোহবুল্লাহ কলেজের শরীর চর্চার শিক্ষক হাবিবুরসহ অন্যরা।