স্টাফ রিপোর্টার ঃমুজিববর্ষে কোভিড-১৯ এর স্বাস্থ্যবিধি অনুসরণ করে উপজেলা পর্যায়ে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে ভোলাহাটে খাদ্যের নিরাপদতা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।৫ জানুয়ারি মঙ্গলবার বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ও উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সেমিনারে উপজেলা নির্বাহী অফিসার মশিউর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান রাব্বুল হোসেন। এ সময় নিরাপদ খাদ্য অফিসার শামীম আহমেদ স্বাগত বক্তব্য রাখেন। এ সময় অন্যান্যের মধ্যে উন্মুক্ত বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান গরিবুল্লাহ দবির, মৎস্য কর্মকর্তা ওলিউর রহমান,কৃষি সম্প্রসারন অফিসার আসাদুজ্জামান, উপজেলা প্রানি সম্পদ কর্মকর্তা, ভোলাহাট প্রেসক্লাবের সভাপতি গোলাম কবিরসহ হোটেল- রেস্তোরা মালিক, ফল ব্যবসায়ী, মিষ্টি/বেকারী মালিক, প্রমুখ।