স্টাফ রিপোর্টার ঃভোলাহাট থেকে মাদক নির্মূল, বাল্যবিবাহ রোধ, অবৈধ স্থাপনা উচ্ছেদসহ যে কোন অপরাধ কর্মকান্ডের বিরুদ্ধে আইনের সুষ্ঠু শাসন প্রতিষ্ঠায় অসামান্য অবদান রাখায় উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মশিউর রহমানকে তার অফিসে এসে ফুলের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে। ১৫ অক্টোবর বৃহস্পতিবার
ফুটানীবাজারের একমাত্র স্বেচ্ছাসেবী সংগঠন ‘নতুন কুঁড়ি’র পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানিয়েছে।
ভোলাহাট উপজেলাকে আরও স্বচ্ছ, সুন্দর ও পরিচ্ছন্ন করার আহ্বান জানিয়েছে ‘নতুন কুঁড়ি’ পরিবার । সংগঠনটি সবসময়ই উপজেলা প্রশাসনের সাথে থাকার প্রতিশ্রুতি দিয়েছে।